বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মধ্যে যাদের ময়নাতদন্ত হয়নি, প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত চলছে। গোপালগঞ্জে যারা মারা গেছেন, তাদের কয়েকজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন প্রশ্ন হলো তাদের ময়নাতদন্ত কীভাবে হবে? যদি তদন্তের জন্য প্রয়োজন হয়, কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

সংঘর্ষের জন্য কারা দায়ী এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি নির্ধারণ করবে কে বা কারা দায়ী। তদন্তের ফলাফল আপনারা জানতে পারবেন।

গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান পাঁচজন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কয়েকদফা কারফিউ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com