রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় রংপুর যাচ্ছেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ওবঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুর যাচ্ছেন। এদিন আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে রংপুর-২(তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের তারাগঞ্জ ওয়াকফস্টেট কলেজ মাঠে ভাষণ দিবেন তিনি। এখানে নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী যাবেন তার শ্বশুরবাড়ি রংপুর-৬ পীরগঞ্জে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দিবেন।

পীরগঞ্জ-৬ আসনে অতীতে এমপি ছিলেন প্রধানমন্ত্রী। এই নির্বাচনে উন্নয়ন ইুস্যুতে রংপুরের চারটি আসনে বিজয় ছিনিয়ে আনতে প্রধানমন্ত্রীর সফর মাইলফলক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com