রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে নবনির্মিত বহুতল বিশিষ্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং সেনাপ্রাঙ্গণ (সেনা কেন্দ্রীয় মিলনায়তন) ভবনের উদ্বোধন করেছেন।

রবিবার (৫ মে) ফিতা কেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন শেখ হাসিনা। সেখানে স্থাপিত বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন তিনি।

এএফআইপি কমান্ড্যান্ট মেজর জেনারেল ডা. নিশাত জুবাইদা প্রধানমন্ত্রীকে নতুন ভবনের প্রধান বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।

২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্যাথলজি পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ‘সশস্ত্র বাহিনী ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করে।

প্রকল্পটি ২০১৪ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ের আগে বাস্তবায়িত হয়।

১৪তলা এএফআইপি ভবনটি আধুনিক গবেষণাগারে সজ্জিত, যেখানে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রজন্মের সিকোয়েন্সিং, স্বয়ংক্রিয় মাইক্রোবিয়াল শনাক্তকরণ সিস্টেম, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং মাল্টি-হেডেড মাইক্রোস্কোপের মতো সর্বশেষ প্রযুক্তি ইনস্টল করা হয়েছে।

উদ্বোধনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেন এবং ফিতা কেটে নতুন ভবনে প্রবেশ করেন।

সেনাবাহিনীর কেন্দ্রীয় মিলনায়তন সেনাপ্রাঙ্গণ, গুরুত্বপূর্ণ সভা, সেমিনার এবং সামাজিক অনুষ্ঠানের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত হয়েছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Titans It Solution