রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যসেবায় এগিয়ে যাচ্ছে দেশ-সালমান এফ রহমান এমপি

নবাবগঞ্জ প্রতিনিধি:
দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে সফলভাবে পৌঁছে দেওয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশ আজ প্রশংসিত হচ্ছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছর।

শুক্রবার বেলা ১০ টা ৩০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১শ’বেডে উন্নীত করণ ও ৫ টি কমিউিনিটি ক্লিনিক স্থাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ভবন প্রাঙ্গনে, হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত সূধী সমাবেশে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারে সময় স্বাস্থ্য সেবা এখন মানুষের হাতের কাছে, ফলে প্রতিটি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে। তাদের সচেতনতার কারণে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুসহ বিভিন্ন রোগবালাই কমে এসেছে। এসময় তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে একটি মডেল হাসাপাতালে রুপান্তর হতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

ঢাকা জেলা জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শহীদুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল সহকারি পুলিশ সুপার আশ্রাফুল আলম, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, যুব লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাজী মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারন সম্পাদক আরিফুর রহমান সিকদার, বীরমুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, ঢাকা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, ওসি সিরাজুল ইসলাম শেখসহ, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিল উদ্দিন, হাজী ইব্রাহীম খলিল, মনিরুজ্জামান তুহিন, রেশমা আক্তার, শিরীন চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্র লীগ. স্বেচ্ছা সেবক লীগ. মহিলা আওয়ামী লীগসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি ক্লিনিক মালিক, ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন স্কুলে কর্মরত প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক এবং শিক্ষকসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মত মিনিময় করেন। এসময় তিনি বলেন, শিক্ষকরা উন্নত দেশ ও শিক্ষিত জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আগামী দিনেও দেশ, সমাজ ও জাতীর পাশে থেকে তারা আধুনিক বাংলাদেশ বির্ণিমানে সকল ধরনের সহযোগীতা অব্যাহত রাখবেন আমরা এমন টাই আশাবাদী। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তাসহ সূধীজন উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে এইদিন সালমান ফজলুর রহমান এমপি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১শ’বেডে উন্নীত করণ অনুষ্ঠান ও জয়পাড়া পাইলট স্কুল প্রাঙ্গনে সূধী সমাবেশে যোগদেন এছাড়া রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Titans It Solution