বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: প্রথমবার বিসিবি সভাপতি হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফারুক আহমেদ। নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি বলেন, প্রথম দায়িত্ব দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।
বুধবার (২১ আগস্ট) প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে বিসিবির মিডিয়া বিভাগের দেওয়া এক ভিডিও বার্তায় নতুন সভাপতি বলেছেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। পাশাপাশি দলকে একটা জায়গায় দেখতে চাই। এটা তো অনেক বড় ব্যাপার। তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।
আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে কী হয়নি, অনেক প্রশ্ন আছে। তবে আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’
ফারুক আহমেদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ। অন্য দিকে তাকাতে চান না তিনি, ‘যদি আমরা বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে মাথায় রাখি, তাহলে আমাদের কাজগুলি সহজ হবে।
অন্যদিকে আমরা যেন ডাইভার্ট না হয়ে যাই। বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’