বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হার শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক : ১১৩ রানের কার্যকর সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস । ৭০ ছোঁয়া ইনিংস দীনেশ চান্ডিমালের । হাফসেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজও । তবু ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে থেমেছে শ্রীলঙ্কা ।

প্রথম টেস্ট জিততে ২০৫ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড । ওই রান জো রুটের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ছাড়িয়ে যায় স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করল ইংল্যান্ড ।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ২৩৬ (ধনঞ্জয়া ডি সিলভা ৭৪; ক্রিস ওকস ৩/৩২) এবং ৩২৬ (কামিন্দু মেন্ডিস ১১৩; ম্যাথু পটস ৩/৪৭), ইংল্যান্ড ২৫৮ (জেমি স্মিথ ১১১; অসিথা ফার্নান্দো ৪/১০৩) এবং ২০৫/৫ (জো রুট ৬২*; অসিথা ফার্নান্দো ২/২৫) ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com