শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় সিয়াম

বিনোদন প্রতিবেদক:: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় নাম লেখালেন ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। সেখানে কলকাতার আয়ুষী তালুকদারের সঙ্গে জুটি বাঁধবেন সিয়াম।

সিনেমাটি নির্মিত হবে পারিবারিক গল্পে। সিয়াম বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেকদিন ধরে পরিকল্পনা চলছে। করোনার প্রথমদিক থেকে প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হচ্ছিল। অবশেষে সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে।’

‘পোড়ামন ২’ খ্যাত এই নায়ক আরও জানান, দুই জেনারেশনের গল্প নিয়ে সিনেমাটি। সেখানে ওপার বাংলার দুই সুপারহিট তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জিও রয়েছেন। সিয়াম বলেন, ‘প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি।’

জানা গেছে, আগস্টে লন্ডনে সিনেমার শুটিং শুরু হবে। সেখানকার প্রেক্ষাপটেই সিনেমার গল্প। এটি প্রযোজনার দায়িত্বে আছে শ্যাডো ফিল্মস ও রোডশো ফিল্মস।

এর আগে চলতি বছরেই ‘ইন দ্য রিং’ (স্টোরি অব এ বোরকা বক্সার) নামে একটি হিন্দি সিনেমায় অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হন সিয়াম। সেটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম।

সিয়ামের মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘পাপপূণ্য’। গত ২০ মে এটি মুক্তি পায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় এই নায়কের ‘অপারেশন সুন্দরবন’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দুটি। কাজ চলছে আরও বেশ কয়েকটি সিনেমার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com