শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: দেশের ক্রীড়াঙ্গণে নতুন সেনসেশন পেশাদার বক্সিং সম্পর্কে জানতে ও জনপ্রিয় করে তুলতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস)।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে বাংলাদশে ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে পেশাদার বক্সিংয়ের নানা দিক তুলে ধরেন বিপিবিএসের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।
এ সময় বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব ও সাধারণ সম্পাদক সামন হোসেন উপস্থিত ছিলেন। পেশাদার বক্সারদের আর্থিক জীবনের নিশ্চয়তা তৈরিতে ইতোমধ্যে ছয়শ বক্সারকে প্রশিক্ষন দিয়েছে বিপিবিএস। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে বলে বক্তারা জানান।