শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

পৃথিবীর বাইরে শুটিং করে রেকর্ড গড়তে যাচ্ছেন টম!

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: হলিউডের অ্যাকশন অভিনেতা টম ক্রুজ। এইতো কিছুদিন আগে কোনো স্টান্ট ছাড়াই প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে দর্শকদের চমকে দিয়েছেন। নতুন সিনামার জন্য রকেটে করে মহাকাশে পাড়ি জমাচ্ছেন এই হলিউড অভিনেতা! শুটিং হবে সেখানেই। এর মধ্য দিয়ে পৃথিবীর বাইরে শুটিং করে হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন টম।

জানা গেছে, নির্মাতা ডগ লিমানের সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন টম ক্রুজ। সিনেমার শুটিং হবে মহাকাশে, থাকতে হবে স্পেস স্টেশনে। যা নিয়ে উচ্ছ্বাসিত ইউএফইজি চেয়ারম্যান ডোনা ল্যাংলিও।

সাহস নিয়ে সিনেমায় নানা চমক দেখানো টম ক্রুজ সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। ঝুঁকি থাকা সত্ত্বেও নানা কারিশমা দেখাতে পটু এই অভিনেতা। গত জুলাইয়ে ৬০ বছরে পা দিয়েছেন তিনি। ৬০ বছর বয়সে প্রথম মহাকাশচারী অভিনেতা হওয়া টমের পক্ষেই যে সম্ভব, এ নিয়ে নিশ্চিত নির্মাতারা!

পরিচালক ডউ লিমান জানান, এই সিনেমার পরিকল্পনা সব আগে থেকেই করা ছিল। ছবিটি মহাকাশে হবে, স্পেস স্টেশন যার বড় ভূমিকা নেবে। মহামারী করোনার কারণে তা ভেস্তে যায়। আবারও প্রস্তুতি নিচ্ছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com