সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

পুরুষদের বিশ্বকাপ ইতিহাস ফুটবলের প্রথমবার মহিলা রেফারি নিয়ন্ত্রণে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইতিহাসে এই প্রথম বিশ্বে পুরুষদের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ পরিচালনা করবেন তিন মহিলা রেফারিরা। এক জন নয়, তিন জন মহিলা রেফারি এবং তিন জন সহকারী রেফারিকে বিশ্বকাপের জন্য বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। নতুন ইতিহাস তৈরি হতে চলেছে কাতার বিশ্বকাপে।

বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। কাতার বিশ্বকাপে তৈরি হবে নতুন ইতিহাস। পুরুষ রেফারি মহিলাদের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলিয়েছেন। মহিলা রেফারিদের ইতিমধ্যেই দেখা গিয়েছে পুরুষদের ম্যাচ পরিচালনা করতে। কিন্তু কোনও মহিলা রেফারি কখনও পুরুষদের বিশ্বকাপের ম্যাচ খেলাননি।

প্রথম বার ফুটবল বিশ্বকাপের আসর আরব দুনিয়ায়। প্রথম বার খেলা হবে নবেম্বর-ডিসেম্বরে। প্রথম বার পুরুষদের বিশ্বকাপে ম্যাচের দায়িত্বে মহিলারা।
কাতার বিশ্বকাপের ম্যাচ খেলাবেন এই ৩ মহিলা রেফারি। ডানদিক থেকে সালিমা মুকানসাঙ্গা, ইয়োশিমি ইয়ামাশিতা এবং স্টেফানি ফ্র্যাপার্ট। কাতারে ঠিক এমনটাই ঘটতে চলেছে।

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মুখে বাঁশি নিয়ে মাঠে নিয়ন্ত্রণ করবেন তিন মহিলা রেফারি। জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, রোয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট— এই তিন মহিলা রেফারিকে কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার জন্য নির্বাচিত করেছে ফিফা। সহকারী রেফারি হিসেবেও বেছে নেওয়া হয়েছে তিন মহিলাকে। তাঁরা হলেন আমেরিকার ক্যাথরিন নেসবিট, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা এবং ব্রাজিলের নেউজা ব্যাক।

চলতি মাসেই স্টেফানি পুরুষদের ফ্রেঞ্চ কাপ ফাইনাল খেলানোর দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। প্রথম মহিলা রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলানোরও কৃতিত্ব রয়েছে তাঁর। নিজেদের দেশে পুরুষদের সর্বোচ্চ ডিভিশনের বেশ কিছু ম্যাচ খেলানোর অভিজ্ঞতাও রয়েছে স্টেফানির। ইয়োশিমি এবং সালিমাও পুরুষদের বেশ কিছু ম্যাচ দক্ষতার সঙ্গে খেলিয়েছেন।

ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় খেলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁদের। সহকারী রেফারি হিসেবে নির্বাচিত তিন জনও পুরুষদের ম্যাচে দায়িত্ব সামলানোর ক্ষেত্রে যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com