মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
বশির আহমেদ,বান্দরবান প্রতিনিধি::
তিন পার্বত্য এলাকায় (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) কোনও শরণার্থী অবস্থান করতে পারবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘প্রশাসনকে রোহিঙ্গাদের পার্বত্য এলাকা বাদ দিয়ে ভিন্ন জায়গায় অবস্থানের কথা ভাবতে হবে।’
রবিবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। উশৈসিং বলেন, ‘আমাদের দেশের নাগরিক নয় এমন কোনও ব্যক্তিকে কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না।’
জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সানবীর হাসান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি টু) মেজর ইফতেখার হাসান পিএসসি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ অনেকে।
সভায় বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সানবীর হাসান বলেন, ‘বান্দরবানের রুমায় সীমান্তের ৭২নং পিলারের কাছে বেশ কয়েকজন শরণার্থী অবস্থান করছে। শিগগিরই তাদের ফিরে যেতে প্রশাসন ব্যবস্থা নেবে।’