সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তবে ‘পুষ্পা’ সিনেমা তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করেছে। এ সিনেমার দ্বিতীয় পার্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এরই মাঝে যুক্ত হলেন সন্দীপ রেড্ডি ভাঙার পরবর্তী সিনেমায়। নাম ঠিক না হওয়া এ সিনেমা প্রযোজনা করছেন টি-সিরিজের ভূষণ কুমার। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন এই নায়ক!

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গুঞ্জন উড়ছে, এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন আল্লু অর্জুন। সিনেমাটিতে ‘রেবেল স্টার’খ্যাত অভিনেতা প্রভাসের স্থলাভিষিক্ত হয়েছেন আল্লু অর্জুন। সিনেমাটির জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।

অন্যদিকে, চলচ্চিত্র বিশ্লেষক উমাইর সান্ধু এক টুইটে একই তথ্য জানিয়েছেন। টুইটে তিনি লিখেন, ‘এখন তেলেগু সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন। এ তালিকায় প্রভাসের জায়গায় নিজেকে বসিয়েছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমার জন্য ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন আল্লু অর্জুন।

সন্দীপ রেড্ডির হাতে ‘অ্যানিমেল’ ও ‘স্পিরিট’ সিনেমার কাজ রয়েছে। ‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্যধারণের কাজ চলছে। আর ‘স্পিরিট’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ‘স্পিরিট’ সিনেমার শুটিং শেষ করে আল্লু অর্জুনের নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই পরিচালক। প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমাও প্রযোজনা করছে টি-সিরিজ।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com