বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস রিপোর্টার:: পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।

গত মে-জুনে বাংলাদেশ পাকিস্তান সফর করেছিল। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান বাংলাদেশকে পাত্তাই দেয়নি। হোয়াইটওয়াশ হয়েছিল দল। এবারের সিরিজটি এফটিপির বাইরে। দুই বোর্ড পারস্পারিক আলোচনার ভিত্তিতে এই সিরিজ আয়োজন করেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সন্ধ‌্যা ৬টায় ম‌্যাচগুলো শুরু হবে।

তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি এবারের সিরিজেও দলের সঙ্গে নেই। তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও ভুগছেন চোটে। ১৫ জনের স্কোয়াডে অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা একেবারেই নতুন।

১০ দিনের সফরে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় এসেছে। পাঁচদিনে খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। মাঝে দুদিন তারা অনুশীলন করবেন। ২৫ জুলাই তারা ঢাকা ছাড়বেন।

এই সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। বিসিবির টিকেট বিক্রির ওয়েবসাইটে (http://www.gobcbticket.com.bd/) পাওয়া যাচ্ছে সিরিজের টিকেট। প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com