সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপে ষষ্ঠ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এশিয়া কাপ হকিতে আট দেশের মধ্যে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। বুধবার ১ জুন ইন্দোনেশিয়ার অনুষ্ঠিত জেবিকে ফিল্ডে পাকিস্তানের বিপক্ষে ৮-০ গোলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথমার্ধে পাকিস্তান এগিয়েছিল ২-০ গোলে। এই জয়ে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান এশিয়া কাপ শেষ করল পঞ্চম হয়ে।

বাংলাদেশ আগের মতো ষষ্ঠ হয়েই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ন্যুনতম লড়াইটাও করতে পারল না বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে আবারও ষষ্ঠ হলো তারা। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে নেন রেজওয়ান আলি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন মোবাশ্বের আলি।

প্রথম দুই কোয়ার্টারে পাকিস্তানকে ২ গোলে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে পাকিস্তানও ততো আগ্রাসী হয়ে উঠে গোলের ব্যবধান বাড়িয়ে নিয়েছে। প্রথমার্ধে দুই গোল করা পাকিস্তান দ্বিতীয়ার্ধে করেছে ৬ গোল।

তৃতীয় কোয়ার্টারে শুরুতে একটি এবং পরে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আরও ৩ গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেয়েছিল বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছিল দল। তারা ষষ্ঠ গোল করে শেষ কোয়ার্টারের শুরতেই। ৪৮ মিনিটে ফিল্ড গোল করেছেন অধিনায়ক উমর ভুট্টো।

৫৩ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোলে পাকিস্তানের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ তে। শেষ মিনিটে শেষ গোল খেয়ে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান দাঁড়ায় ৮-০। অষ্টম গোলটি করেছেন গজনফর আলী। এই টুর্নামেন্টে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। গ্রুপ পর্বে বাংলাদেশ ৮-১ গোলে হেরেছিল মালয়েশিয়ার কাছে।

এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার চীনের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com