বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক মো. সাবেত আলীর নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান। পরে সেখানে যুবদের শপথ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com