বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে চা কারখানার দুই মালিককে জরিমানা, ৯০ বস্তা চা জব্দ

পঞ্চগড়ে চা কারখানার দুই মালিককে জরিমানা, ৯০ বস্তা চা জব্দ

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি:: পঞ্চগড় জেলা চা প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে দুই মালিককে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ চা বোর্ড। এছাড়াও তিনটি কুরিয়ার সার্ভিস থেকে অবৈধভাবে পরিবহনের অভিযোগে ৯০ বস্তা চা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এই জরিমানা করেন।

চা বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এই অভিযান চালানো হয়। মৈত্রী টি ইন্ডাষ্ট্রিজ অনুমোদন ছাড়া কারখানা সম্প্রসারণ এবং উৎপাদিত চায়ের সাথে নিলাম বাজারে পাঠানোর পরিমাণে গরমিল করায় চা আইন-২০১৬ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নর্থ বেঙ্গল টি ইন্ডাষ্ট্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার আইনে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পরিবহনের অভিযোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস ও এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৯০ বস্তা চা জব্দ করা হয়। চা বোর্ড মালিকদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য স্থানীয় কাস্টমস সুপারকে নির্দেশনা দিয়েছে।

অভিযানে চা বোর্ডের পরিসংখ্যান কর্মকর্তা আফ্রিদা ইয়াসমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আকতার, আঞ্চলিক কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, কাস্টমসের সুপার মনিরুজ্জামান এবং পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চা বোর্ডের পঞ্চগড়ের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন জানান, অবৈধভাবে চা পরিবহন এবং চা আইন লঙ্ঘন করে চা উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চা বোর্ড তৎপর রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গুণগত মানের চা উৎপাদন নিশ্চিত করতে তারা কাজ করছেন। চা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com