বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আইনজীবীসহ পরিবারের উপর হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পঞ্চগড়ে আইনজীবীসহ পরিবারের উপর হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি:: পঞ্চগড়ে ভূমি দস্যু মনছুরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে নির্যাতিত এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুমিদস্যু সন্ত্রাসী মনছুরকে আটক করে শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীরা বলেন, আওয়ামী লীগের দোসর মনছুর দিনমুজুর থেকে গত কয়েক বছরে পঞ্চগড় শহরে চারতলা বিশিষ্ট্য বাড়ীসহ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এলাকার মানুষকে জিম্মি করে জমি দখল, মারামারি, হয়রানি করছে প্রতিনিয়ত। ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী লীগের পরিচয় দিত, এখন বিএনপির পরিচয় দিচ্ছে। সম্প্রতি ফারুকের স্ত্রী লিজা আক্তারসহ তার ছেলের উপর, পারিবারিক বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে আকস্মিকভাবে আক্রমন করে মনছুরসহ আরো কয়েকজন। তাদের ধারালো ছোড়া দিয়ে লিজার মাথা কেটে যায়। মারামারির বিষয়ে আদালতে চারজনকে আসামি করে মামলা করা হয়। আসামীরা হলেন, সাতমেরা গ্রামের কফিল উদ্দিনের দুই ছেলে মনছুর আলী ও মহিমউদ্দিন, শিরিন বেগম এবং মোছা:কমি বেগম।

ভুক্তভোগী আইনজীবী মো. সনেট হোসেন ও আইনজীবি আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা আইনজীবি হয়েও মনছুরের নির্যাতনের শিকার হচ্ছি। এলাকাবাসী তো অসহায় হয়ে পড়েছে। মামলা করার কারনে চড়াও হয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। আইনজীবী মোঃ সনেট হোসেন বলেন, তার হামলা শিকার আমি ও হয়েছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। তাকে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এসময় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com