মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রাণীশংকৈলের ইউএনও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ শনিবার সন্ধ্যায় (২৯ মে) হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে বিমান বাহিনীর এয়ার এম্বুলেন্সে করে দিনাজপুর থেকে ঢাকার ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাপাতালে ভর্তি করানো হয়।

রাণীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা ও দিনাজপুর বালুবাড়ির কৃতি সন্তান সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ (৩৩ তম বিসিএস) শনিবার দুপুরে হঠাৎ বুকের ব্যাথা অনূভব করলে তৎক্ষণাৎ রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিসৎক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দিনাজপুরে ভর্তি থাকাকালীন সময়ে ইউএনও’র অসুস্থতার খবর বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. একেএম কামরুল জামান সেলিম, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, রাণীশংকৈল সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম সহ ঠাকুরগাঁও-দিনাজপুরের কালেকটরের কর্মকর্তারা অসুস্থ ইউএনও কে দেখতে যান। সেসময় সাথে থাকা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম জানান, স্যারের হার্ট অ্যাটাক হওয়ার কারণে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। ইউএনও’র সুস্থ্যতার জন্য রাণীশংকৈলবাসির কাছে তিনি দোয়া চেয়েছেন।

সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা মুঠোফোনে বলেন, আমি ইউএনও স্যারের সাথে রয়েছি। স্যারের ম্যাসিভ হার্ট এ্যাটাক হওয়ায় আপাতত কোন ভাল সংবাদ দিতে পারছিনা। স্যারের সর্বোচ্চ উন্নত চিকিংসা দেয়া হচ্ছে। ডাক্তার বলেছেন ৭২ ঘন্টা তিনি তাদের অবজারভেশনে থাকবেন। এর আগে কিছুই বলা যাচ্ছে না। আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই। সবাই স্যারের জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com