বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হাত পা ভাঙার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নাটোর : নাটোর- ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হাত পা ভাঙার অভিযোগ। সিরাজুল ইসলামকে (৩৫) ও শরিফুল ইসলাম (৩২) স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরিফুল নাজিরপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তিনি রাজনৈতিকভাবে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং সিরাজুল নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনিও যুবলীগের সদস্য। তারা দুজনেই স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী।

দলীয় সূত্র জানা গেছে, হামলাকারীদের মধ্যে নৌকা সমর্থিত ইউপি সদস্য আলম ও আল-আমিন রোববার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জালাল শাহকে পিটিয়ে যখম করেছিলেন। ওই মামলায় মঙ্গলবার জামিনে বেরিয়ে এসেই স্বতন্ত্র প্রার্থীর আরো দুই সমর্থককে পিটিয়ে এবং কুপিয়ে যখম করেন বর্তমান ইউপি সদস্য আলম, আল-আমিন ও তাদের লোকজন।

বামপায়ে ব্যান্ডেজ চলাকালীন শরিফুল ইসলাম জানান, নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থক নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী সোমবার তাকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে না থাকার জন্য হুমকি দিয়ে নৌকার পক্ষে নির্বাচন করতে বলেন। কিন্তু আয়ুব চেয়ারম্যানের প্রস্তাবে তিনি রাজি হননি।

তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য আলম, স্থানীয় আল-আমিনসহ ৮ থেকে ১০জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। একপর্যায়ে জিআই পাইপ এবং লোহার রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে যখম করেন।

আহত সিরাজুল জানান, শরিফুলের সাথেই ছিলেন তিনি। আলম মেম্বর লোকজন নিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় তাকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করা হয়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাহনিক জানান, আহত শরিফুলের ডান হাত এবং বাম পায়ের হাটুর নিচে একাধিক স্থানে ভেঙ্গে যাওয়ার ধারণা করা হচ্ছে। শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া আহত সিরাজুলের শরীরের কাটা এবং যখমের চিহৃ রয়েছে। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন জানান, হামলার শিকার দুই ব্যক্তি তার সমর্থক। একের পর এক তার সমর্থিতদের ওপর হামলা চালিয়ে অংশ গ্রহণ মূলক নির্বাচন বানচালের চেষ্টা করছেন নৌকা সমর্থিতরা।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আয়ুব আলী জানান, আহত শরিফুল এবং সিরাজুল তার রাজনৈতিক প্রতিপক্ষ নন। মূলত আলম মেম্বারের সাথে পারিবারিক দ্বন্দ্বের জের তাদের মধ্যে হামলার ঘটনা ঘটতে পারে। এতে তার বা নৌকা সমর্থকদের কোনো হাত নেই।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন জানান, হামলাকারীরা জামিনে এসে আবারো হামলার ঘটনা ঘটিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com