বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

নোবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ মার্চ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২৮ মার্চ ২০২২ তারিখ থেকে শুরু হবে।

সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে (১৯ এপ্রিল ২০২২) যারা উপস্থিত হতে ব্যর্থ হবে, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে। যারা উল্লিখিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হবে তাদের তালিকা স্ব স্ব বিভাগের পরিচালক বা চেয়ারম্যান আগামী ২১ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আগামী ২৮ মার্চ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস শুরুর ১৫ কার্য দিবসের মধ্যে যারা উপস্থিত হতে ব্যর্থ হবে, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com