রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

নুরকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ॥
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরকারের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। এই সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফারুক হাসান বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি কেমন হবে, তা সময়মতো সবাই জানতে পারবেন এবং সরকারও টের পাবে।’

তিনি আরও অভিযোগ করে বলেন, নুরের ওপর হামলার ঘটনায় সরকার যে তদন্ত কমিশন গঠন করেছে, তা মূলত সময়ক্ষেপণের একটি কৌশল। সব প্রমাণ থাকা সত্ত্বেও সরকার তদন্তের নামে দীর্ঘসূত্রিতা করছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে, অথচ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। ফারুক হাসান বলেন, ‘গতকাল রাতে হঠাৎ করেই নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষায় তার নাসায় (নাকে) হাড় ভাঙার জটিলতা বেড়েছে, চোয়ালের হাড় স্থানচ্যুত হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবশ হয়ে আছে। তিনি এখনো শক্ত খাবার খেতে পারছেন না এবং লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। তাই চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com