সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে হবে-ধর্ম প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি:: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোন ধরনের কালক্ষেপন করা যাবেনা।

প্রতিমন্ত্রী ১৬ মার্চ (বুধবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমুহের ফেব্রুয়ারি/২০২২ মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয় হতে নিয়মিত প্রকল্প পরিদর্শণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারির কারণে উন্নয়ন কার্যক্রম কিছুটা ধীরগতিতে বাস্তবায়িত হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমান অর্থ বছরের অবশিষ্ট সময়ে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় হয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসিসহ ধর্ম বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, দপ্তর সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকবৃন্দদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com