বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০১ অপরাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক:: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

সোমবার (২৬ আগস্ট) আইসিসি নতুন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।

নতুন সূচি অনুযায়ী ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল।

সূচিতে পরিবর্তন আসলেও গ্রুপে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি ‘এ’ গ্রুপে আছে— অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

দুই গ্রুপের প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে দুটি করে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

তার আগে চলুন দেখে নিই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি।

তারিখ             মুখোমুখি                      ভেন্যু         সময় (বাংলাদেশ)
৩ অক্টোবর   বাংলাদেশ-স্কটল্যান্ড        শারজাহ       বিকেল ৪টা
৩ অক্টোবর   পাকিস্তান-শ্রীলঙ্কা           শারজাহ        রাত ৮টা
৪ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুবাই বিকেল ৪টা
৪ অক্টোবর     ভারত-নিউ জিল্যান্ড      দুবাই             রাত ৮টা
৫ অক্টোবর     বাংলাদেশ-ইংল্যান্ড       শারজাহ        বিকেল ৪টা
৫ অক্টোবর    অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা        শারজাহ         রাত ৮টা
৬ অক্টোবর    ভারত-পাকিস্তান            দুবাই             বিকেল ৪টা
৬ অক্টোবর    ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড   দুবাই            রাত ৮টা
৭ অক্টোবর     ইংল্যান্ড-দ. আফ্রিকা   শারজাহ          রাত ৮টা
৮ অক্টোবর     অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড শারজাহ     রাত ৮টা
৯ অক্টোবর     দ. আফ্রিকা-স্কটল্যান্ড     দুবাই         বিকেল ৪টা
৯ অক্টোবর      ভারত-শ্রীলঙ্কা               দুবাই             রাত ৮টা
১০ অক্টোবর    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ শারজাহ   রাত ৮টা
১১ অক্টোবর     অস্ট্রেলিয়া-পাকিস্তান    দুবাই         রাত ৮টা
১২ অক্টোবর      নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা     শারজাহ    বিকেল ৪টা
১২ অক্টোবর     বাংলাদেশ-দ. আফ্রিকা   দুবাই       রাত ৮টা
১৩ অক্টোবর     ইংল্যান্ড-স্কটল্যান্ড        শারজাহ      বিকেল ৪টা
১৩ অক্টোবর     ভারত-অস্ট্রেলিয়া        শারজাহ      রাত ৮টা
১৪ অক্টোবর       পাকিস্তা-নিউ জিল্যান্ড   দুবাই        রাত ৮টা
১৫ অক্টোবর     ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ    দুবাই      রাত ৮টা
১৭ অক্টোবর    সেমিফাইনাল ১             দুবাই          রাত ৮টা
১৮ অক্টোবর    সেমিফাইনাল ২         শারজাহ        রাত ৮টা
২০ অক্টোবর        ফাইনাল                   দুবাই         রাত ৮টা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com