বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৪ যুবকের গুলিবিদ্ধ মরদেহ ‍উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার সকালে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয়রা লাশগুলো দেখে পুলিশকে খবর দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত চার জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। এ কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com