বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ’র ফতুল্লায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে জব্বার মাষ্টারকে আটক করেছে পুলিশ । গত বুধবার রাত ১১ টায় উত্তর শিহাচর এলাকা থেকে ওই লম্পট মাষ্টারকে আটক করা হয় বিষয়টি নিশ্চিৎ করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের।
৩১ জুলাই বেলা ১১ টায় শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় লম্পট জব্বার মাষ্টার। এ ঘটনায় বুধবার ১ আগষ্ট রাতে অজ্ঞাত শিশুটির মা গার্মেন্ট কর্মি সুফিয়া বেগম বাদী ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই দিন রাতে লম্পট জব্বার মাষ্টারকে আট করে থানায় নিয়ে আসে পুলিশ।
অভিযোগসূত্রে পুলিশ জানায়, খালা ও মায়ের সাথে জব্বার মাষ্টারের বাড়িতে ভাড়া থাকতেন তারা। ঘটনার দিন শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় লম্পট। শিশুটি চিৎকার করলে লম্পট জব্বার মাষ্টার তাকে ঘর বের করে দেয়। এদিকে আটক জব্বার মাষ্টারকে ছাড়িয়ে নিতে থানায় এসে বেপক তদবীর করছে তার সহযোগী শফি মাষ্টার। এই শফি মাষ্টারের বিরুদ্ধে তার বড় ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে বলেও জানা যায়।