রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে। রোববার রাতে সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে মদনগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ১৩ জন ডুবুরী দল যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে এখনও কাউকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।
নিখোঁজেরা হলেন, ওসমান গনি (৪০), জনি (২২), সুজন (২০), ইমন (২১) ও দিন ইসলাম (৩৮)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার অরিফুর রহমান জানান, রোববার রাতে সেন্ট্রাল খেয়াঘাট থেকে ট্রালারটি মদনগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। পরিবারের তথ্যমতে ৫ জন নিখোঁজ রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।
এ বিষয়ে নৌ-থানার ওসি জানায়, উদ্ধার কাজ চলছে। নিখোঁজের স্বজনেরা ৫ জনের কথা বললেও ২ জন নিখোঁজের খবর পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com