সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন,নারায়ণগঞ্জ:
রোগীদের ভোগান্তি দিয়ে শহরের ৩ শ’ শয্যা হাসাপাতালের সামনে ঈদগা মাঠের তাবুতে সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ একে এম সেলিম ওসমান এমপি। সমাবেশ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে সর্ব মহলে। গত মঙ্গলবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সাংসদ সেলিম ওসমানকে সংবর্ধনা দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ।
সাংসদ সেলিম ওসমানের ৪ বছর পূর্তিতে এ আয়োজন করেন জেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা। কিন্তু কেউ একটি বারের জন্যও ভাবেনি এটা একটা স্পর্শকাতর জায়গা। যেখানে রয়েছে নানা রোগে আক্রান্ত রোগীদের বসবাস। মাইকের শব্দে হাসপাতালসহ সমাবেশের আশপাশের এলাকার মানুষ আরো অসুস্থ্য হয়ে পরেছেন। তাদের দাবী, জেলার একজন ব্যবসায়ী নেতা ও সাংসদ সেলিম ওসমান কিভাবে হাসপাতালের সামেন এমন সমাবেশ করেন। যেখানে গুরুতর অসুস্থ্য রোগীরা চিকিৎসা নেন। এরপর যেখানে তিনি সমাবেশ করেছেন সেটা ঈুদের নামায আদায় করা হয়। ঈদুল ফিতরের নামাযের পর ওই তাবুটি সরানো হয়নি। কেন না সামনে আসছে ঈদুল আযহা। তখনও একই জায়গায় ঈদের জামাত আদায় করবেন শহরের মুসুল্লিরা। এ সুযোগে সৎ ব্যবহার করলেন সেলিম ওসমান। একেতো ঈদ জামাতের জায়গা আবার রোগীদের ভোগান্তি দিয়ে এই সমাবেশ করে একজন সংসদ সদস্যের পরিচয় দেননি তিনি এমটাই বলছেন শহরবাসী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়ার সাথে যোগাযোগ করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোশনের নির্বাহী কর্মকর্তা (সিইও) এহতেশামুল হক জানান, যে কোন জায়গায় সমাবেশ করতে হলে জেলা প্রশাসনের কাছ থেকে অুনদোদন নিতে হয়। কিন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অভ্যন্তরে সমাবেশ করতে হলে এখান থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নিতে হয়। সিটি কর্পোরেশনের কাজ যে জায়গায় সমাবেশটি হবে সেখানে কোন সমস্যার সৃষ্টি হবে কি না সেটা দেখার বিষয়। কিন্ত এরকম কিছু আমাদের কাছ থেকে নেয়া হয়নি।