বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জে’র ফতুল্লায় শিশু গৃহকর্মীকে খুন্তির ছেঁকা ও গরম পানি নিক্ষেপ করে মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতন চালানোর অভিযোগে গৃহকর্তা আতাউল্লাহ ও তার স্ত্রী উরমী আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টায় ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হওয়া মাহি (৮) কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের জানান, প্রায় সময় গরম খুন্তির ছেঁকা ও গরম পানি শরীরে ঢেলে শিশুটিকে নির্যাতন চালায় গৃহকর্তা ও তার স্ত্রী। শুক্রবার মধ্যরাতে নির্যাতনের সময় চিৎকার শনে প্রতিবেশিরা দরজা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় গৃহকর্তা আতাউল্লাহ ও তার স্ত্রী উরমী আক্তারকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
তিনি আরও জানান, এলাকাবাসী শিশুটির চিৎকার শুনে বাড়ির কাছে গিয়ে গৃহকর্তার কাছে জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী এলাকাবাসীর সাথে খারাপ আচরণ করে। এরপর তারা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে।