বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিদ্যুৎ চুরির অভিযোগে ২ গ্রাহককে জরিমানা

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ॥ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) অভিযান চালিয়ে নারায়ণগঞ্জে’র শাসনগাঁও এলাকায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে ২ গ্রাহককে ৩ লক্ষ্য টাকা জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সদর উপজেলার শাসনগাঁও এলাকার আলী নেওয়াজ ও মোখলেচুর রহমান নামের দু’জন আবাসিক গ্রাহককে জরিমানা করা হয়।

ডিপিডিসির ফতুল্লা জোনের সার্কেল’র এসি মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ, সহকারি প্রকৌশলী আবদুর রউফ ও লাইনম্যান দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ডিপিডিসির ফতুল্লা জোনের সার্কেল’র এসি মো. কামাল হোসেন জানান, মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে শাসনগাঁও এলাকার আলী নেওয়াজ ও মোখলেচুর রহমান নামের দু’জন আবাসিক গ্রাহককে জরিমানা করা হয়েছে।

এর আগে ১৬ জুলাই একই এলাকার জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, সাদিয়া বেগম ও রাশিদা বেগমকে এক অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com