মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক মারা গেছেন। নিহতের নাম পারভেজ (২৪)।
মঙ্গলবার রাত দুইটার দিকে ফতুল্লার দাপা আলামিননগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত পারভেজ ফতুল্লা থানা পুলিশের রাইফেল চুরির একটি মামলার প্রধান আসামি ছিলেন। মঙ্গলবার রাত ২টার দিকে দাপা আলামিননগর এলাকায় ছিনতাইকারীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টিম সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পারভেজের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।