বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: : নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় পাঁচ দিনে ৭ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বন্দরে দুজন নৈশ প্রহরীর হত্যার পর বুধবার আরও ৪ জনের মৃতদেহ সংবাদ পাওয়া যায়। মৃতদের মধ্যে ২ জনের নিহতের রহস্য এখনও জানা যায়নি। এদিকে বুধবার সোনারগাঁয়ে ইমরান আহম্মেদ তৌফিক (৬) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে
গত ২১ জুলাই শনিবার বন্দরের দাসেরগা এলাকায় ডাকাতির ঘটনায় বাঁধা দেয়ায় রেহান উদ্দিন (৬৫) ও মোতালেব (৫৫) নামের দুই নৈশ প্রহরীকে নির্মমভাবে হত্যার পর প্রায় ২৭ লক্ষ টাকার মালামাল ডাকাতি করা হয়। ওই সময় ১ ঘন্টার ডাকাতি ঘটনা ও টহল পুলিশ ৪/৫ বার টহল দেয়ার ঘটনাও সিসি ক্যামেরায় ধরা পরে। মামলা ডিবিতে হস্তান্তরসহ ৪ জনকে আটক করা হয়।
এদিকে ২৫ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ডিউটি পালনকালে কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিকের এটিএএসআই (অ্যাসিসট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালক’কে আটক করেছে।
সিদ্ধিরগঞ্জে আ: মান্নান (৫২) নামের সোনালী ব্যাংকে কমরত এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নিরাপত্তাকর্মীকে হত্যার পর গাড়ি থেকে সড়কের উপর লাশ ফেলে গেছে। নিহত আ: মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো চসমা ছিলো।
একই দিনে বন্দর উপজেলাধীন মুছাপুর ইউপির মালিবাগ এলাকা থেকে বুধবার সকালে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মৃত. নজরুল ইসলাম অত্র উপজেলার মুছাপুর ইউপির মালিবাগের হাবিবের ছেলে।
এদিকে বুধবার সোনারগাঁয়ে ইমরান আহম্মেদ তৌফিক (৬) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার গোপালদী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
সবশেষে সংবাদ পাওয়া যায় সোনারগাঁ উপজেলার কাচঁপুর পাঁচপাড়া এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মদনপুর নাজিম উদ্দিন ভূইয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শায়মাকে (২০) মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে মাদক ব্যবসায়ী রিয়াদ (২২)।
প্রসঙ্গত, প্রবির হত্যার পর গত এক মাসে নারায়ণগঞ্জে লাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে অপরাধ প্রবনতাও বেড়েছে। প্রশাসনের কঠিন নজর দারি করেন জেলাবাসী।