মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে’র বিসিক শিল্প নগরি যেন ছোট নদী

নারায়ণগঞ্জ প্রতিনিধি::
‘আমাদের ছোট নদী চলে বাঁকে-বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে’। বিসিক শিল্প নগরীর বর্তমান চিত্র দেখে ছোট বেলার সেই কবিতার কথা মনে পরে যায়। নারায়ণগঞ্জ’র ফতুল্লায় বিসিক শিল্প নগরি ডুবে গেছে হাটু পানির নিচে। দেখে মনে হয় এ যেন রূপকথার সেই ছোট নদী। সোমবার সকালে মাত্র ৩ ঘন্টার বৃষ্টিতে বিসিক শিল্প নগরিতে থাকা সকল প্রতিষ্ঠানের ভেতরে জমে গেছে হাটু পানি। পানি জমার প্রধান কারন হলো বিকেএমইএর একজন সহ-সভাপতির স্বেচ্ছাচারিতা এমনটা দাবী করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের শাসনগাও এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরি। এখানে ছোট, বড় ও মাঝারি ধরনের প্রায় সহ¯্রাধিক গার্মেন্ট ও হুশিয়ারি শিল্প গড়ে ওঠেছে নারায়ণগঞ্জ শিল্প নগরি বিসিক এখন ভাসছে কৃতিম বন্যায়। বেশীর ভাগ প্রতিষ্ঠানই এখন তালাবদ্ধ। এমাজেন্সি শিপমেন্টের কারনে বাধ্য হয়ে কিছু প্রতিষ্ঠান খোলা ছিল। সেই প্রতিষ্ঠানে আগত লক্ষাধীক নারী-পুরুষ শ্রমিকের ভোগান্তি চোখে পরার মত। একদিকে বৃষ্টি আপর দিকে হাটু পানি উপেক্ষা করে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের কষ্টের চিত্র চমকে যাবার মত।
ফকির গার্মেন্টের এক শ্রমিক জানায়, সকাল থেকে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে কাজে এসে দেখি বিসিকে হাটু জল পানি। মনে হয় বিসিক যেন ছোট নদীতে পরিনত হয়েছে। অনেকে পানিতে পরে গিয়ে ভিজে গেছে। নারী শ্রমিকদের দশা আরও বেহাল। বিকেএমইর সহসভাপতি হাতেমের মালিকানাধীন প্রতিষ্ঠানের কারনে পানি সরতে না পেরে বিসিকে নগরি ছোট নদীতে পরিনত হয়েছে।
এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ‘দৈনিক আমার বার্তা’কে জানান, বিসিক শিল্প নগরির পাশে একটি বড় জলাশয় ছিল। সেই জলাশয়ের জায়গাটি কিনে নিয়েছে বিকেএমইএর সহ-সভাপতি এম এ হাতেম সাহেব। সেই জলাশয়টি ক্রয় করার পর তিনি বালু দিয়ে ভরাট করার কারনেই বিসিকে পানি জমে গেছে। আমি ও ইউএনও সাহেব ঘটনাস্থলে থেকে দ্রুত পানি অপসারনের ব্যবস্থা গ্রহন করছি।
এ ব্যাপারে অভিযুক্ত বিকেএমইএর সহ-সভাপতি এম এ হাতেমের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com