বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ থেকে:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নরী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী ইয়াসিনকে পাচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
মোসাঃ মুনমুন আক্তার (৩২), পিতা- আঃ সামাদ, স্বামী মোঃ রুবেল, সাং-মিজমিজি পশ্চিমপাড়া, চেয়ারম্যান বাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বাদিনী হয়ে ০৩(তিন) জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার আসামিরা হলো- নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪), তার শ্বশুর মো. দুলাল (৫০) এবং তার ননদ মোছা. শিমু (২৭)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়ও বসবাস করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ মামলায় গ্রেফতারকৃত ইয়াসিনকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।