বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার তল্লা মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকালের দিকে ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ এবং হারুন অর রশিদ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে।

রুনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কিছুক্ষণ আগে এই ঘটনা শুনেছি। এরই মধ্যে আমাদের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভোরে গ্যাসের চুলা জ্বালাতেই এ ঘটনা ঘটে। গ্যাসের লাইনে লিকেজ থেকে হয়ত এ ঘটনা ঘটেছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত পরে বলা যাবে। এ ঘটনায় দগ্ধ তিনজন চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com