রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ।।
বুধবার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছনপাড়া এলাকায় এক দুর্ঘটনায় দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। এই ঘটনায় মান্নান নামে আরও এক পুলিশ সদস্য আহত হন।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে রূপগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে গফুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com