বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অল্প সময়ের মধ্যে শিশুশিল্পী থেকে নায়িকা বনে যান পূজা চেরি । এরই মধ্যে কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। তার পরবর্তী সিনেমা ‘নাকফুল’।
সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি । তবে বদলে গেছে সিনেমাটির নাম । নতুন নাম রাখা হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান ।
সিনেমার নাম বদলের কারণ ব্যাখ্যা করে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘নাকফুল’ নামে আরো একটি সিনেমা আগেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে । একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না । মূলত, এ কারণে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড ।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘নাকফুল নারীর কাছে একটি বিশেষ অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না এটি। আশা করি, ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন দর্শক ।
সিনেমাটিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ । অন্যান্য চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই ।
প্রসঙ্গত, পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এটি ।