বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

নানা আয়োজনে নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নানা আয়োজনে নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: নানা আয়োজনে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচী উদযাপিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার দুপুরে সরকারি পাইলট স্কুল ও কলেজ এর শ্রেনীকক্ষে এ অনুষ্ঠান করা হয়। আয়োজন করেন ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট ( ইয়ারা) ও নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)।

দিবসটি উপলক্ষ্যে কন্যাশিশু ও কিশোরীদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। ৮৭ জন শিশু কিশোরী ও তাঁদের অভিভাবকসহ নারীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা)’র প্রশিক্ষক ও ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট ( ইয়ারা)’র প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা, সহকারী প্রশিক্ষক ইয়ারার সদস্য মার্শাল আর্ট প্র্যাক্টিশনার রাফসান হীরা, নাফার পরিচালক ও ইয়ারার উপদেষ্টা লতিফা রহমান লতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মার্জনা, সানজিদা শিবলী, সুমাইয়া, জান্নাতুল, সিথি, পল্লবী, মাহিয়া, দিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিশু কিশোরী।

৮ মার্চের আর্ন্তজাতিক নারী দিবসের আয়োজনটি এ প্রতিষ্ঠান একদিন আগেই শেষ করেন। এসময় নারীর প্রতি সম্মানসহ তাঁদের সর্বক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে আহবান জানান বক্তাগণ। এছাড়া সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com