বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

নাটোরে ভোটকেন্দ্র নারী ভোটারশূন্য

নাটোর প্রতিনিধিঃ চতুর্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহ শুরু হয়েছে। তবে ভোট শুরুর পরপরই পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেলেও কেন্দ্র ছিল নারী ভোটারশূন্য। এমনই দৃশ্য দেখা গেছে নাটোরের সিংড়া উপজেলার কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সিংড়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের ১১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিংড়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪০২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ৭২৪ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ১২ ইউপিতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র‌্যাব ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মাঠে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সিংড়া উপজেলার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com