বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

নাটোরে বোনের বৌভাতে গিয়ে একে একে ৩ ভাইয়ের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামে মামাতো বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাওহার আমিন লাদেন (১৮) নামে আরও এক কলেজছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাওহার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে।

এর আগে গত ১৫ এপ্রিল মামাতো বোনের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে বেড়ানোর সময় বড়াইগ্রাম কেন্দ্র্র্র্র্রীয় ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তার মামাতো ভাই আকিব হাসান (১৫) ও খায়রুল বাশার ছাগির (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জাওহার নাটোর জামহুরিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির ছাত্র ছিল।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খাঁন জানান, গত ১৫ এপ্রিল সোমবার ধামানিয়াপাড়া গ্রামে মামাতো বোনের বৌভাতের অনুষ্ঠান গিয়ে জাওহারসহ তিন মামাতো-ফুফাতো ভাই শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com