রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধিঃ ছাত্রসেনার কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নাজিরহাট পৌর কমিটির আওতাধীন ৩নং ওয়ার্ডের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী গতকাল (৮ আগস্ট’) শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে।
আয়োজক শাখার সভাপতি, সংগঠক এম. শাখাওয়াত আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আল্লামা আব্দুল মালেক শাহ্ (রহ.) সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা এ. টি. এম. মুজিবুল হক সাহেব।
প্রধান আলোচক ছিলেন একই প্রতিষ্ঠানের সুপার এ. এন. এম. জিয়াউল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রসেনা নেতা মুহাম্মদ এনামুল হক ও জিয়াউদ্দিন বাবলু সাহেব।
এ কর্মসূচির আওতায় আল্লামা মুফ্তি আব্দুল মালেক শাহ্ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত গোলাম হোসেন শাহ্ (রহ.) সুন্নিয়া মাদরাসা, টেকেরদোকান নতুন জামে মসজিদসহ আশপাশের বিভিন্ন এলাকায় নানাবিধ বনজ, ফলজ ও ঔষধি চারাগাছ রোপণ এবং উপস্থিতিদের মাঝে বিতরণ করা হয়।
সাম্য রক্ষায় বনায়ন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি বৃক্ষনিধনের বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে।” নতুন এ বাংলাদেশে সবুজ বিপ্লব ঘঠানোর মাধ্যমে সকলকে পরিবেশ রক্ষায় সামিল হতে আহ্বান জানান বক্তারা।