শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধিঃঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্য উপজেলার বাইশারী ইউনিয়নের উমুচিং পাহাড়ের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র আব্দুস সালাম বলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা জানিয়েছেন। বাইশারী পুলিশ সুত্র জানায়, ১২ মার্চ সোমবার ভোরে উমুচিং পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ চক্রের সদস্য আবদুচ সালামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম আনাইয়া বাহিনীর সক্রিয় সদস্য ও ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে অপহরণ,ডাকাতিসহ রাবার বাগানে একাধিক অপহরণ ঘটনার সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে পুলিশের কাছে।
গত ৬ ফেব্রুয়ারী কক্সবাজারের ঈদগাঁ’র গজালিয়া এলাকা থেকে ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুল হককে অপহরণের সাথেও তিনি জড়িত ছিলেন বলে স্বীকার করেন। তাছাড়া তার স্বীকারোক্তিতে অনেক গোপন তথ্য বেরিয়ে আসে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ গ্রেফতারকৃত অপহরণকারীকে সাথে নিয়ে নানাস্থানে অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com