বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি::
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করেছে লাবসার নলকূড়া তরুণ সংঘ।
শনিবার রাতের আঁধারে লাবসার নলকূড়ায় শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় নলকূড়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, তারুণ্যের অংহকার এড. তামিম আহমেদ সোহাগ বলেন, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করবেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। বাংলাদেশসহ বিশে^র প্রতিটি দেশে এখন করোনা আতংক বিরাজ করছে। আপনারা সামাজিক দুরত্ব বজায় রাখবেন। আমরা আপনাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নিয়মাবলী মেনে চলবেন।’
এসময় উপস্থিত ছিলেন নলকূড়া তরুণ সংঘের সভাপতি শেখ আমিনুর হোসেন, উপদেষ্টা কাইয়ুম আলী পিন্টু, মীর আলিম হাসান, রিজভী আহমেদ, শেখ মুকুল হোসেন, নাহিদ হাসান, মীর হানিফ, তাওকির হাসান পথিক, রাসিপ, শিমুল, খাইরুল বাশার পাপন, স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমাদের সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।