বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ॥ আগামীতে আর কোনো নিবার্চনে কারো পক্ষে ভোট কেন্দ্র দখলের হাতিয়ার হতে চান না শিক্ষকরা। তাঁরা এখন পেশাদারিত্ব বজায় রেখে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানে মনোনিবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বুধবার দুপুর ১২টায় দোহার নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় শিক্ষকরা এ অভিমত ব্যক্ত করেন। এসময় নবাবগঞ্জ উপজেলার ৮টি কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আজ বুধবার দুপুর ১২টায় দোহার নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সদানন্দ মধুর সভাপতিত্বে উপজেলার ৮ কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
সভায় খন্দকার আশফাক বলেন,নবাবগঞ্জ উপজেলায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে কলেজ পর্যায়ের শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শ থেকে বের হয়ে আসতে হবে। যাতে ভবিষ্যত প্রজম্মকে আরো মেধাবী ও দক্ষ জনসম্পদে গড়ে তোলা যায়। বিগত দেড় যুগে এদেশের শিক্ষক সমাজকে আওয়ামী সরকারের দলীয় কর্মীর ভুমিকায় কাজ করতে হয়েছে। তাঁদের স্বাধীন মতামতকে কেড়ে নেয়া হয়েছিলো। আগামীতে কারো পক্ষে ভোট চুরির কাজে যাতে শিক্ষকদের ব্যবহার না করতে পারে সে বিষয়ে বিএনপি তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার আমলে প্রিজাইডিং অফিসারদের হুমকি দিয়ে ভোট কেন্দ্রে সিল মেরে নৌকার প্রার্থীকে জিতাতে কাজ করিয়েছেন। শিক্ষকদের দিয়ে যাতে এ ধরনের অনৈতিক কাজ আর না হয় সে বিষয়ে সবাইকে সচেতন ও সর্তক থাকতে হবে। তিনি আগামীতে দোহার নবাবগঞ্জে এসব কাজ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন।
সভায় শিক্ষকরা প্রতিষ্ঠানে উৎশৃংখলপনা ঠেকাতে ও তাঁদের নিরাপত্তা চান। এসময় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে তাঁরা আরো কঠোর ও আন্তরিক হওয়ার চেষ্টা করবেন। তিনি শিক্ষকদের প্রতিষ্ঠানের বাইরে তাঁদের রাজনৈতিক মতবাদ ব্যক্ত করার আহবান জানান। বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষকদের আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার অনুরোধ করেন। না হলে শিক্ষকরা আরো অপমান ও লাঞ্চিত হবেন বলে আশংকা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আজিজুল ইসলাম, শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, ঢাকা জেরা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম(নিরব), থানা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক চৌধুরী প্রমুখ।