শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে রেস্টুরেন্টে অভিযান

নবাবগঞ্জে রেস্টুরেন্টে অভিযান

নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ বাজারে মদিনা রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের পক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান।

এসময় মদিনা খাবার রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়ায় ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। পাশাপাশি এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, বেকারী-রেস্টুরেন্টে এগুলো আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। মদিনা রেস্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় অর্থদন্ড দেওয়া হয়েছে। নবাবগঞ্জে এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com