বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জের বাগমারা বাজারের ব্যবসায়ী রুবেল আহমেদকে মারধর করেছে জাইদ মাহমুদ সুমন নামের অপর এক ব্যবসায়ী। এতে গুরুতর আহত হয়েছে রুবেল। রুবেল বাগমারা বাজার মার্কেটের রুজান বেবী কালেকশনের স্বত্বাধিকারী। হামলাকারী সুমন একই মার্কেটের বধুয়া ফ্যাশনের মালিক।
বুধবার (১ জানুয়ারী) বিকেল ৪টায় বাগমারা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার মসজিদের কমিটির লোকজনকে নিয়ে খারাপ মন্তব্য করায় তার প্রতিবাদ করলে একাধিকবার রুবেলের উপর হামলা করে সুমন। রুবেল আহমেদ অভিযোগ করেন, বধুয়া ফ্যাশনের স্বত্বাধিকারী জাইদ মাহমুদ সুমন বিগত কিছুদিন যাবত বাজারের অন্য ব্যবসাীদের সাথে খারাপ আচরণ করে আসছিল। হঠাৎ বুধবার (১ জানুয়ারি) দুপুরে মসজিদ কমিটির সদস্যদের নিয়ে খারাপ মন্তব্য করে গালিগালাজ করে। রুবেল এ ঘটনার প্রতিবাদ করলে তাঁকে প্রথমে গালিগালাজ করে। এরপর দোকানের সামনে গিয়ে তাঁকে হামলা করে। এসময় লোকজন থামিয়ে দেয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় আবার রুবেলকে মারধর করে।
সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দোকানে পলাতক অবস্থায় সুমনকে আটক করে। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা সুমনের উপর চড়াও হয়ে গণপিটুনি দেয়। তাঁকে আহত অবস্থায় পুলিশ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সুমনকে একাধিকবার বারণ করার পরেও সে সবার সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করে।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, আহত সুমনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।