সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

নবাবগঞ্জে বিল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কচুরিপানায় ভর্তি বিলের পাড় থেকে ২৮ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার(৪ জুন) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জের সোনাহাজরা জুবখালী এলাকায় ঢাকা- দোহার বাইপাস সড়কের পাশে বিলের পাড় হতে অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়। তবে এখনো এ নারীর কোনো পরিচয় মিলেনি। পুলিশের ধারণা কেউ হত্যা করে লাশ গুমের চেষ্টা করতে পারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টায় বিলে কাজ করতে গেলে কৃষকরা কচুরিপানার ভেতর লাশ দেখতে পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মৃত ওই নারীর পরনে নীল সবুজ রঙের একটি জামা ছাড়া আর কিছুই ছিল না। লাশ অর্ধগলিত হলেও শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দুপুর ২ টায় মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়৷

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এখনও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com