বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে বায়াান্ন থেকে চব্বিশের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার বেলা আড়াইটায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলার শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
এসময় ২০২৪ এর আন্দোলনের শহীদ নবাবগঞ্জের রাকিবের মা বিউটি আক্তার সন্তান হত্যার বিচার দাবী করে বলেন, হত্যাকারীদের বিচার আর কত দেরী হবে? কে করবে আমার ছেলের হত্যার বিচার? আমি আমার ছেলের হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের ফাঁসি চাই।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি, জাতীয় পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নবাবগঞ্জ শাখার সদস্য মো. সালাহ্উদ্দিন, এডভোকেট শহিদুল ইসলাম, মো. অহিদুর রহমান (তানভীর), আমজাদ হোসেন অনু, দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা আহবায়ক সাকিল আহমেদ রবিন, জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক কাজী মোসাব্বিরুল নিহান, সদস্য সচিব ইশরাত জাহান রুমী, মূখ্য সংগঠক তুহিন প্রমুখ।