শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে যুবক জাহিদ হোসেনকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাফিস বেপারী ওরফে জান্নাত (২৪) ও মো. এনাম (৫০)কে গ্রেপ্তার করেছে। তাঁরা দু’জনেই হত্যা ও অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামী।
মামলার বিবরণে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাতে কৈলাইলের মালিকান্দা গ্রামের মো. শাওন জাহিদকে কাজের কথা বলে ডেকে নিয়ে গায়ে পেট্রোল দিয়ে আগুন দেয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত শনিবার সকালে সে মারা যায়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা ও আগুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত নাফিস ওরফে জান্নাতকে জাহিদ হত্যা মামলায় ও এনামকে আগুনের ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হত্যা ও আগুনের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। নিহত জাহিদের মা রাহিমা বেগম বাদী হয়ে মামলা করেছেন।
উল্লেখ্য, জাহিদকে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টার সময় আসামী নাফিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিজেকে আড়াল করার জন্য জাহিদের মৃত্যুর সময়ও হাসপাতালে ছিলো সে। পুলিশ তাঁকে নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করে তাঁর সম্পৃক্ততার কথা জানতে পারে বলে মামলার তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান।