শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নবাবগঞ্জের বারোদুয়ারী গ্রামের মো. নান্নুর ছেলে রানা (২৩), সোনাবাজু গ্রামের সুবল গমেজের ছেলে শীতল গমেজ (৪০) ও সিংগাইরের জামশা এলাকার ইদ্রিসের ছেলে মহিদ (২৮)।
শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির ব্যবহারে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নবাবগঞ্জে বিভিন্ন সময়ে অভিনব কায়দায় প্রতারণা ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুুলিশ সুপার আশরাফুল আলম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর সন্ধ্যায় নবাবগঞ্জ থেকে ভাড়ায় চালিত ইজিবাইকে করে বাড়িতে যাচ্ছিলেন মাঝিরকান্দা গ্রামের রাকিব দেওয়ান। কাশিমপুর কবনস্থান সংলগ্ন পৌঁছালে গাড়িতে থাকা বোরকা পড়া অজ্ঞাত দু’জন মহিলা তার মুখে চেতনা-নাশক স্প্রে দিলে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে রাত ১০ টার দিকে দেখতে পায় তাকে জয়কৃষ্ণপুর এলাকায় নিয়ে রাখা হয়েছে। সেখানে একজন মহিলাসহ ৫-৬ জন পুরুষ মিলে জিম্মি করে।
পরে জোরপূর্বক রাকিবের বিকাশের পাসওয়ার্ড নিয়ে অন্য নাম্বারে ক্যাশআউট করে ২০ হাজার টাকা ও নগদ ৫ হাজার টাকা এবং সাথে থাকা স্মার্টফোন নিয়ে যায়। এরপর রাকিব অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৩ নভেম্বর গত রোববার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের বিষয়ে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।