বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা শাখা ও সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদল এ আয়োজন করে।
এসময় বাগমারা পুরাতন আদালত ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা ফটক প্রদক্ষিন করে কায়কোবাদ চত্বর হয়ে দোহার নবাবগঞ্জ কলেজ প্রাঙ্গনে পথসভা করে।
এসময় কলেজ ক্যাম্পাস বটমূলে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মহসিন হাসান লিটু, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক খান মিতু, সাবেক ছাত্রনেতা-মহসিন আহমেদ তুষার, মহসিন রহমান আকবর, কাজী মনিরুজ্জামান পবন, নারী নেত্রী বিলকিস চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান তপু, সাধারণ সম্পাদক মনির ইকবাল প্রমুখ।
নবাবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বক্তারা বলেন, একটি গোষ্টি এখনো দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ থেকে ছাত্রদলকে জনগনের কল্যাণে কাজ করতে হবে। পথসভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কলেজ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।